Complaint Memorandum

  • Mamata Banerjee CM WhatsApp Number, Mobile Number, Contact Number, Office Address and Email ID - memorandum
    shankar das on 2017-12-21 10:31:44

    খোলা স্মারকলিপি
    প্রতি,
    মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার সমীপেষু,

    মাননীয়া মহাশয়া,
    আমরা উদ্বেগের সাথে লক্ষ্যে করছি আলুচাষী ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীদের প্রতি রাজ্য সরকার বিমাতৃ সুলভ আচরণ করছেন
    আলুচাষি ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীরা এ রাজ্যে সংকটের মধ্যে রয়েছেন। কোন সমস্যার সমাধান রাজ্য সরকার করছেন না।
    চাষিদের থেকে সরাসরি ভাবে আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার বলেছিলেন 14 মার্চ 2017 তারিখে
    আলুচাষের খরচটুকুও উঠছে না বলে আপনি সরকারের পক্ষ থেকে চাষি দের থেকে আলু 4 টাকা 60 পয়সা দরে কিনবেন বলেছিলেন,
    কিন্তূ প্রকৃত পক্ষে চাষিরা সেই দাম পাইনাই কিন্তূ ক্ষুদ্র আলু ব্যবসায়ী গন তখন 35,000- 40,000 টাকা দিয়ে আলু কিনেছেন এবং কোলস্ট্রেজে সংরক্ষণ করে ছিলেন এবং কিছু আলু চাষি নিজেদের উদ্যোগে সংরক্ষণ করে ছিলেন দীর্ঘদিন ধরে আলুর দাম অত্যন্ত কম থাকায় অনেকে ক্ষতি হয়েছে,
    বাধ্য হয়েই যা দাম মিলছে, সেই দামেই অনেকে অভাবী চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্রি করে দিচ্ছেন। বর্তমান আলু চাষি ক্ষুদ্ৰ ব্যবসায়ীদের মাথায় হাত।
    বর্তমান আলুর পাইকারী বাজার-12,000-18,000 টাকার থেকে বেশী দাম পাওয়া যাচ্ছে না। কিন্তূ খুচরো বাজারে -8 টাকা থেকে-10 টাকার নীচে আলু পাওয়া যাচ্ছে না।
    সেই সাথে আপনি 14 ই মার্চ 2017 নজরুল মঞ্চে বলেছিলেন সরকার মিড ডে মিল সেন্টারের জন্য মাসে ২৮ হাজার মেট্রিক টন আলু লাগে। এই পরিমাণ আলু, সরাসরি চাষিদের থেকে, চার টাকা ষাট পয়সা কেজি দরে কিনবে সরকার। এর পাশাপাশি, আলুর রফতানির জন্যও সরকার দেবে ভর্তুকি। রেলে কেজি পিছু পঞ্চাশ পয়সা এবং জাহাজে কেজি পিছু এক টাকা করে।
    চাষিদের থেকে 46,000 টাকা আলু কেনার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে।
    তৎকালীন সময়ে কিছু মাফিয়া চাষি নামে টাকা লুট করেছে প্রতি গাড়ি তে ১১,000 টাকা করে।
    আর ক্ষুদ্র ব্যবসায়ী গন আলু না ক্রয় করলে চাষি গন সব আলু বিক্রয় করতে পারতেন না
    বর্তমান আলুর দাম না বাড়ায় আলুচাষিরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যার মধ্যে আছেন।
    বেশ কিছু চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বা আত্মহত্যা করতে বাধ্য হবেন।
    এমতা অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা দরকার বা করতে হবে।
    আমাদের দাবী:-
    1,সরকারের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের আলু চাষিও ক্ষুদ্র ব্যবসায়ী দের সঙ্কটের কথা ভেবে 46,000 টাকা দরে রাজ্য সরকারকে আলু কিনতে হবে ও আলুর রফতানির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
    2, আলুর বাজার মূল্য সরকার কর্তৃক নির্ধারিত দাম কত নির্নয় করতে হবে।
    3, বাজার মূল্য নিয়ন্ত্রন কমিটি গঠন করতে হবে।
    4,পশ্চিমবঙ্গের কত চাষি 46,000,হাজার টাকায় আলু সরকার কে দিয়েছে তার তদন্ত করতে হবে।
    5, ফেব্রুয়ারি 2017 পর্যন্ত কোলস্ট্রেজে নিখরচায় আলু রাখতে হবে।
    আশাকরি মহাশয়া,
    অভাবী দরিদ্র চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ী গনের ভয়ঙ্কর অবস্থার প্রতি আপনার মূল্যবান সিদ্ধান্ত গ্রহণ করে দরিদ্র পরিবারের সদস্যদের বেঁচে থাকার পথ সুগম করিবেন।
    ধন্যবাদন্তে
    শঙ্কর দাস
    সভাপতি পাকসু মোর্চা পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি
    মোবাইল নাম্বার 9474949488
    Email- paksumorchabjp@gmail.com