Complaint সম্পাদক সমীপেষু,

  • Bartaman Patrika Contact Details - সম্পাদক সমীপেষু,
    Sutapa Bhattacharya on 2018-12-08 05:11:57

    সম্পাদক সমীপেষু,

    মেদিনীপুর মহিলা কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি সম্পাদক সমীপেষু, , সমগ্র মেদিনীপুর জেলাতে  মহিলা দ্ধারা পরিচালিত ও পশ্চিমবঙ্গ সরকার দারা নিয়ন্ত্রিত, একমাত্র সমবায় সমিতি, যেখানে আস্থার সঙ্গে বিনিয়োগকারী আনুমানিক 9500 জন, মূলধন আনুমানিক 65 কোটি টাকা। 

    সমিতিতে আথিক তছরূপের (যেটা মুলধনের পায় 50%) জন্য ২০১৬ থেকে আথিক অচল অবস্থার সৃষ্টি হয়েছে।  যার তদন্ত CID দিয়ে এখনো চলছে ও পূর্ব পরিচালক মন্ডলী ও Manager গ্রেফতার হন। এখন সবাই জামিনে বাইরে। আনন্দ-বাজারে এই খবরের প্রতি‌বেদন বেরত। ফলশ্রুতি অতিরিক্ত জেলা শাসক -সামান্য, পশ্চিম মেদিনীপূর, এই সোসাইটি পরিচালনার দায়িত্ব নেন ও বছরখানেক সফলতার সঙ্গে চালিয়ে পরবর্তী বোডের হাতে Nov '17এ দায়িত্ব দেন। 

    এই খান থেকে সমস্যার সুএপাত!  বতমান বোড স‍দস‍্যারা জেলা তৃনমূল সগঠনের  সক্রিয় স‍দস‍্যা। লোকাল তৃনমূলরা কাউকে নমিনেশন দাখিল না করতে দিয়ে গায়ের জোরে বোড দখল করে।  বতমানের তৃনমূল BODirectorদের মধ্য ঔধত্ব ছাডা কো অপারেটিভ সোসাইটি চালানোর মতো যোগ্যতা  বা অভিগতা নেই।

    দীর্ঘদিন এই বোডের কাছ থেকে দুব্যবহাব ও পাওনা টাকা না পেযে, নিজস্ব ডিপজিট বাচানোর জন্য, আমারা মহিলামেম্বাররা মিলে Nov '18তে  "মেদিনীপুর মহিলা কোঅপারেটিভ সোসাইটি ইনভেসটরস কমিটি" গঠন করতে বাধ্য হই এবং আমি এই কমিটির কনভেনর। 

    কমিটি নিয়মিত ভাবে জেলা প্রসাশকদের, ARCS, কো অপারেটিভ সোসাইটি AUDIT বডি, MLA, জেলা পরিসদ সভাধিপতি (নমিনেটেড বোড মেম্বার), সহসভাধিপতি এদের সাহায্যে কো অপারেটিভ সোসাইটিকে বাচিযে রাখার আপ্রান চেষ্টা চালিয়ে যা্ছছে।  কিন্ত তৃনমূলী বোড স‍দস‍্যাদের কাছ থেকে অপমান ছাড়া কোন কিছুই পাওয়া যাছছে না।

    প্রসঙ্গে জানাই কো- অপারেটিভ সোসাইটির অডিট 2014-15 থেকে অসমাপ্ত।  আমি ARCS মহাশয়কে জিজ্ঞাসা করতে চাই উনি কেন অডিট শেষ করতে কোন ব্যবস্তা নেন নি? কো অপারেটিভ সোসাইটি AUDIT বডি কেন অডিট শেষ করতে পারেন নি? সরকারি আমলাতন্তের কাজ কি কেবল নিজেদের দায় ঝেরে ফেলে মেম্বারদের উপর সব দায় চাপিয়ে দেওয়া?

    মাননীয় শ্রী শুভেন্দু অধীকারি বারবার বলছেন "সমবায় সমিতিতে রাজনৈতিক অনুপ্রবেশ সহ্য করা হবে না", মাননীয়া, মমতা ব্যানাজী চেষ্টা করছেন যাতে সমবায় সমিতিগুলিতে রাজনৈতিক অনুপ্রবেশ বন্ধ হোয়ে সমিতিগুলি ঋনদানের কাজে আরো এগিয়ে আসে। বাস্তব কিন্তু উল্টো কথাই জানান দিছ্ছে।  তাহলে আমরা কি ধরে নেব নিচের তলার তৃনমূল কমীদের উপর শীর্ষ নেতাদের কোন নিয়ন্তন নেই?

    ধন্যবাদ
    শ্রীমতী সুতপা ভট্টাচার্য
    কনভেনর
    মেদিনীপুর মহিলা কোঅপারেটিভ সোসাইটি ইনভেসটরস কমিটি
    ফোন - 8 145 133 187