Complaint প্রখ্যাত বাংলা চলচিত্রের প্রবীণতম চিত্রগ্রাহক রামানন্দ সেনগুপ্তের জীবনাবসান

  • Anandabazar Patrika Kolkata Office Contact Details - প্রখ্যাত বাংলা চলচিত্রের প্রবীণতম চিত্রগ্রাহক রামানন্দ সেনগুপ্তের জীবনাবসান
    Nipun Sengupta on 2017-08-28 23:23:54

    বিধি বাম |
    মেসোমশাই চলে গেলেন অনন্ত লোক এ ২৩ অগাস্ট , ২০১৭ সকাল ৯ টায় |. শতায়ু অতিক্রান্ত প্রখ্যাত বাংলা চলচিত্রের প্রবীণতম চিত্রগ্রাহক রামানন্দ সেনগুপ্তের জীবনাবসান হলো |
    ১০১ বত্সর অতিক্রান্ত স্বনামধন্য সিনেমাটোগ্রাফার গল্ফ ক্লাব রোড এর নিজ বাসভভবন এ মর্ত্যলোকের মায়া ত্যাগ করে আনন্দলোক এ প্রস্থান করলেন |..
    হটাত যেন যবনিকা পতন | সময়ের দৌড়ে সহসা যেন ছন্দ পতন |. সদা হাস্যমুখ মেসোমশাই বিদায় নিলেন নিজে না ভুগে , আত্মীয় পরিজন কে ও না ভুগিয়ে |.. পুণ্যাত্বার এক জলজ্বান্ত উদাহরণ |.
    রেখে গেলেন এক অপরিসীম স্নেহ , অন্তহীন ভালোবাসা , অজস্র স্মৃতি , আন্তরিকতার অবিচ্ছেদ্ধ বন্ধন |
    মাসি , শ্রীমতী প্রতিমা সেনগুপ্ত , রামানন্দ সেনগুপ্তের পত্নী আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় বছর দেড়েক আগে |. হয়তো বা মেসোমশাইয়ের বয়েসের কথা চিন্তা করেই আগেই পুনর্মিলনের পথ মসৃন করবার জন্য অন্তিমের পথে পাড়ি দিয়েছিলেন |. একেই কি বলে মিলনের পথের অন্তরঙ্গতা ?
    প্রথিতযশা ব্যাকৃতিত্তের মহাপ্রয়াণ এর খবর বিদ্যুতের ও থেকেও যেন বেশি বেগবান |. প্রবীণতম এই শিল্পী কে শেষ শ্রদ্ধার্ঘ জানাবার জন্য ব্যাকুল হয়ে উঠে সবার মন |. শেষ যাত্রার সঙ্গী হতে চান তার অজস্র অনুরাগীরা |
    খবরের কাগজের অফিস এ , দূরদর্শন , ষ্টুডিও , পশ্চিম বঙ্গ সরকার , রাজ্য তত্থ সংকস্কৃতি দপ্তর , ও অন্যান্য বিভাগে খবর ছড়িয়ে পড়ে | তারই প্রতিবেদন দেখা যায় পরের দিন সব খবরের কাগজের পাতায় | একমাত্র আনন্দ বাজার পত্রিকা এই বিশেষ খবর টি ছাপাতে অস্বীকার করে |. প্রখ্যাত ব্যক্তির মৃত্যু সংবাদে তাদের অনীহা |.
    হয়তো নতুন প্রজন্মের দ্বারা পরিচালিত সংবাদ পত্র প্রবীণতম খ্যাতনামা ব্যক্তির সাথে পরিচিত নয় , কিংবা নতুন সাজে সজ্জিত খবরের কাগজ মনে করে যে এই ধরণের বিশেষ সংবাদ তাদের রূপসজ্জায় কলঙ্ক লেপন করতে পারে |.
    সেই রাম ও নেই , সেই অযোধ্যাও নেই |. সেই আনন্দবাজার ও নেই , সেই আনন্দ ও নেই |